উজিরপুরে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভয়াবহ ২৫ মার্চ কালো রাতের জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা লায়লা পারভীন, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন। শিকারপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.