উজিরপুরে বড়াকোঠা ইউনিয়ন আ’ লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি: ব্যাপক আয়োজনে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (০২ এপ্রিল) বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বরিশাল ১ ও ২ সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
উক্ত অনুুষ্ঠানের উদ্বোধন করেন উজিরপুর আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উজিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ সালাউদ্দিন শিপু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এ্যাড: সহিদুল ইসলাম মৃধা প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে বিকাল ৪ টায় দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে মোঃ শাহ আলম হাওলাদার, মিজানুর রহমান কামাল, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, খোকন হাওলাদার, আঃ রব ডাকুয়া, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম হেলাল, সহিদুল ইসলাম, মোশারেফ হোসেন মল্লিক, লিটন বেপারী, মিজানুর রহমান হিরু, আঃ আলিম চকলেট।
উজিরপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী জানান বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড ও ইউনিয়ন কাউন্সিলদের উপস্থিতে সভাপতি ও সম্পাদক পদে প্রস্তাব গ্রহণ করা হয়।
সভাপতি পদে ০৬ জন, সাধারন সম্পাদক পদে ০৬ জনের নাম প্রস্তাব হয়। পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.