উজিরপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ উপলক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পরমানন্দসাহা পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় উপজেলার পরমানন্দসাহা ১৭ নং পল্লী সমাজের সভা প্রধান মোসাঃ মাকসুদা বেগমের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মোসাঃ নার্গিস পারভীন। বাল্য বিবাহ একটি আইনগত অপরাধ, দরিদ্রতা, অজ্ঞতা ও অসচেতনতার কারণে সমাজে এখনো প্রতিনিয়ত ঘটছে একের পর এক বাল্য বিবাহ।

এ বাল্য বিবাহ বন্ধে সরকার কঠোর কর্মসূচী হাতে নিয়েছে। এমনকি বাল্য বিবাহ বন্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় উজিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাল্য বিবাহের বিরুদ্ধে জনগণকে সচেতনতামূলক কর্মসূচী পালন করছে। এ সময় উপস্থিত ছিলেন, এলাকার সচেতন মহল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.