আদমদীঘিতে ৩৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি পুলিশ ইয়াবাসহ মিঠু ওরফে আটুল (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করেছে। সে সান্তাহার রথবাড়ী এলাকার অরুন চন্দ্র সরকারের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানা নয়, গতকাল মঙ্গলবর সন্ধ্যায় মিঠু ওরফে আটুল নামের ওই মাদক ব্যবসায়ী সান্তাহার ২০শয্যা হাসপাতালের পার্শ্বে বিক্রি করার সময় তাকে ৩৫পিস ইয়িাবাসহ গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.