উজিরপুরে বসত ঘরে আগুন, ৮০ হাজার টাকার ক্ষতিসাধন

 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একই রাতে বসত ঘর ও গো খাদ্যের খরে আগুন দিয়ে ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের মনির বালীর বসত ঘরের সামনে রান্না ঘরে আজ শনিবার ভোর ৪ টায় আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের বাড়ীর হাকিম বেপারী ফজরের নামাজ পরতে মসজিদে যাওয়ার পথিমধ্যে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থল ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনে।

এরই মধ্যে রান্না ঘর পুরে ছাই হয়ে যায়। জানা যায় রান্না ঘরে দামীয় কাঠ ছিল। তা পুরে ৬০ হাজার টাকার ক্ষতি হয়। একই এলাকার দিনমজুর নান্না মৃধার গো-খাদ্যের খড়ে আগুন ধরিয়ে দিয়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এতে ২০ হাজার টাকার ক্ষতি হয়। স্থানীয় সুত্রে জানা যায় ২১ অক্টোবর মনির বালীর ছোট মেয়ে জান্নাত আক্তার(৮) বিদ্যুতের শক লেগে গুরুতর আহত হয়। তাকে নিয়ে বাবা মনির বালী ও মা শাহানাজ বেগম ঢাকা হাসপাতালে চিকিৎসার জণ্য ভর্তি করে। পরিবারের কেউ বাড়ীতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়রা জানায় বাড়িতে লোকজন না থাকায় মাদক সেবীরা রান্নাঘরে ঢুকে মাদক সেবন করে আগুন ধরিয়ে দেয়। মাদক সেবিদের গ্রেফতার করে আইনের আওতায় নিলে এ ধরণের ঘটনা আর সংঘটিত হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান এ ব্যাপারে তথ্য পায়নী। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.