উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন – রাশেদ খাঁন মেনন এমপি

 

উজিরপুর প্রতিনিধি: “প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, বরিশাল -২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের সামনে প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন এ সময় তিনি বলেন প্রাণীসম্পাদের আমিষ ও প্রোটিন মানবদেহ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর মাংসের চাহিদা পুরন করতে বিদেশিদের উপর ধরনা দিতে হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জেরিন জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি, সাবেক চেয়ারম্যান ছরোয়ার হোসেন হাওলাদার, ওর্য়ার্কাস পার্টির বরিশাল জেলা কমিটির নেতা জহিরুল ইসলাম টুটুল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.