উজিরপুরে প্রবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের পায়তারা আতঙ্কে পরিবারের সদস্যরা

উজিরপুরে (বরিশাল) প্রতিনিধি : বরিশালের  প্রবাসী সংখ্যালঘু পরিবারের জোরপূর্বক জমি দখলের পায়তারা। অব্যাহত হুমকির আতঙ্কে পরিবারের সদস্যরা। ভূক্তভোগী সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের প্রবাসী স্বপন হালদার তার স্ত্রী রেখে বিদেশে থাকার সুযোগ নিয়ে একই এলাকার সন্ত্রাসী ভূমিদস্যু মাদসসেবী খোকন খলিফা, সোহেল খলিফা কিছুদিন পর্যন্ত প্রবাসীর স্ত্রী আশালতা হালদার ও কলেজ পড়ুয়া মেয়েকে জমি দখলের জন্য হত্যার হুমকি দিয়ে আসছিল।

এ কারণে আশালতা হালদার ভয় ও আতঙ্কে শনিবার অসুস্থ্য হয়ে পড়লে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশালতা হালদার জানান, তার স্বামী বিদেশ থাকায় খোকন ও সোহেল খলিফা তাদের জমির মধ্য থেকে জোর পূর্বক রাস্তা তৈরী করে নেয়ার চেষ্টা করে।

এতে বাধা দিলে তারা মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যা করার হুমকি দেয়। তারা সবসময় আতঙ্কে দিন অতিবাহিত করছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, খোকন খলিফা উজিরপুর ভূমি অফিস, জরিপ অফিসসহ বিভিন্ন অফিসে দালালী ও চাঁদাবাজি করে থাকে। মাদক সেবন ও বিক্রয়কারী হিসেবে এলাকার লোক তাকে চেনে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.