উজিরপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে

উজিরপুর প্রতিনিধি: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” “মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উজিরপুর মডেল থানার সভা কক্ষে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সভায় ওসি (তদন্ত) মোঃ মোমিন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংএর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী, কাউন্সিলর রিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা পরান সাহা, কালাম সরদার সহ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য।
সভায় বক্তারা মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে উজিরপুর কে মুক্ত করার দাবী জানান। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষকার বিতরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.