উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়েনের ধামুড়া গ্রামে ঈদ উপলক্ষে নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে আলোমনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টার বাড়ীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলোমনি ফেনি জেলার সদর উপজেলার আবুল হাসেমের সেজো মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়ম একবছর থেকে নানী বাড়ী ধামুরা বন্দরে বসবাস করে। ২রা রমজান দাদা বাড়ীতে চলে যায়।
শনিবার রাতে বাবা আবুল হাসেম ও মা হাফিজা আক্তারের সাথে দাদী বাড়ী ফেনি থেকে বেড়াতে আসে আলোমনি(০৩)।
নিহত শিশু নানী জহুরা বেগমের সাথে কথা বলে জানাযায়, রবিবার সকাল থেকে আলোমনি বাড়ীর উঠানে খেলা করছিল। আলোমনির নানা একটি জুস কিনে দিয়ে ধান কাটতে জমিতে যায়। দুপুরের দিকে ওর নানা বাড়ীতে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায় বাড়ীর পুকুর থেকে বেলা সাড়ে ১১ টার দিকে অচেতন অবিস্থায় আলোমনিকে উদ্ধার করা হয়।
উদ্ধার করে পাশ^বর্র্তী ধামুড়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলোমনিকে মৃত্যু ঘোষনা করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। শিশুটির অভিভাবকের অনুরোধে লাশ সুরতাহাল না করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.