উজিরপুরে পল্লি বিদ্যুতের তার ছিড়ে গবাদি পশুর মৃত্যু, ২টি পানের বরজ ভষ্মিভূত
উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ঝড় ও বজ্রপাত ছাড়াই বিদ্যুতের দুইটি তার ছিড়ে মাটিতে পড়ে একটি গাভীর মৃত্যু এবং একই সময়ে ২টি পানের বরজ পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি। উপজেলার ইচলাদী এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বেলা ১২টায় ইচলাদি ঘরামী বাড়ির পূর্ব পার্শ্বে ফাঁকা মাঠে আকষ্মিক ভাবে হাই ভোল্টেজের একটি তার ছিড়ে নির্মল করাতীর গাভীর উপর পরলে তাৎক্ষনিক গাভীটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এদিকে একই সময় পাশের বৈদ্যুতিক খুটিঁঁ থেকে তার ছিড়ে পরে আনিচ হাওলাদার ও ওবায়দুল আকঁন এর পানের বরজে পুরে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। উজিরপুর পলি¬ বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার বালী আবুল কালাম জানান আকষ্মিক ভাবে দুটি তার ছিরে পরে এ দুর্ঘটনা ঘটে। তবে কি কারনে তার ছিরে পরেছে তা জানা যায়নি। এ ঘটনায় ঐ এলাকার ৫ হাজার গ্রাহক আতঙ্কে রয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.