উজিরপুরে তথ্য আপা প্রকল্পের অধীনে উঠান বৈঠক অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি:  উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক তথ্য আপা প্রকল্পের অধীনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সরকারি হানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা আক্তার শেলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আরো বক্তৃতা করেন তথ্য আপা প্রকল্পের সদস্য উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সদস্য বিউটি খানম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা খাতুনে জান্নাত, তথ্য সেবা সহকারী লতা পান্ডেসহ স্থানীয় প্রতিনিধি।

এ ছাড়া ২০ মে সোমবার উপজেলার পৌর সদরে শাহানা আক্তার শেলির বাড়ির আঙ্গিনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদারসহ কমিটির সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.