উজিরপুরে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে চৌমহনী মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রলয়ংকারী ঘূর্নিঝড় বুলবুলের আঘাতে বড়াকোঠায় চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ৩রুম বিশিষ্ট দীর্ঘদিনের পুরাতন টিনের চৌচালা স্কুল ঘরটি ঝড়ের কবলে হেলে পড়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেনা।

ক্লাস বিঘ্নিত হওয়ায় বিপাকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলটিতে ৫ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে ঐ প্রলয়ংকরী ঝড়ে ৩টি রুম বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে ক্লাস নিতে হচ্ছে স্কুল বারান্দায়। ঝড়ের পর থেকে স্কুল ঘরটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসলে আতঙ্কে থাকতে হচ্ছে অভিভাবকদের।

এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা করছে অভিভাবকরা। অভিভাবকরা জানান, ঐ স্কুলটিতে পাকা ভবন থাকলে ঝড়ে এ দশা হত না। তাই অতি দ্রুত ঝড়ে হেলে পড়া স্কুলটির নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল ইসলাম বিটিসি নিউজকে জানান আমাদের স্কুলের শিক্ষার্থীরা বরাবর পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। কিন্তু স্কুলটি ঝড়ে হেলে পড়ায় ক্লাস করার অনুপযোগী হয়ে পড়ে।

কোন রকম আমাদের আরেকটি ভবনের লাইব্রেরীর সামনে বারান্দায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। তাই যাহাতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘœ না ঘটে সেজন্য দ্রুত নতুন ভবন নির্মানের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।

শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান খুব কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। নতুন ভবন নির্মানের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র সু-দৃষ্টি কামনা করেন কোমলমতি শিক্ষার্থীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.