উজিরপুরে গৃহবধূকে মারধরের ঘটনায় মামলা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরুদন্ড ও হাতের কবজি ভেঙ্গে ফেলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত গৃহবধু রুবি বেগম বাদী হয়ে আজ ৩১ মার্চ রবিবার উজিরপুর মডেল থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে ।

উল্লেখ্য, ১১ মার্চ উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের আবুল হোসেন খানেঁর স্ত্রী রুবি বেগম(৩২) কে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে ঢুকে প্রকাশ্যে একই বাড়ীর সন্ত্রাসী রাকিব খান ও তার নিকট আত্বীয় নুর ইসলাম আকন, বরতা গ্রামের শহিদ খাঁন,লিমন খান,মনোয়ারা বেগম মিলে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে গৃহবধুর উপর হামলা চালিয়ে মেরুদন্ড ও হাতের কবজি ভেঙ্গে দেয় এবং শ্লীলতা হানী ঘটায় ও ৪৫ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা যায়, এলাকায় তারা বিভিন্ন কূ-কর্মের সাথে জড়িত রয়েছে। ভয়ে মূখ খুলছেনা সাধারনরা ঐ সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতের পরিবার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.