উজিরপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি:  বরিশালের উজিরপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মানিক এর নেতৃত্বে উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন এলাকায় অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন এর ছেলে তরিকুল ইসলাম সোহাগ(২৫) এর কাছ থেকে ৪০পিচ ইয়াবা এবং ঝালকাঠী সদর উপজেলার মজিবর শরীফের ছেলে তানভির শরীফ (২৬) এর কাছ থেকে ১২পিচ ইয়াবা উদ্ধার করে গ্রেফতার করা হয়।

আজ রবিবার উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে ২ জনকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল বিটিসি নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.