উজিরপুরের সাতলায় মৎস্য ঘের উন্মুক্ত

উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলা পটিবাড়ী ১৫শত একর জমিতে মৎস্য ঘেড় উন্মুক্ত করলো এলাকাবাসী।
১৫ জুলাই শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পটিবাড়ী মৎস্য প্রকল্পের সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কমিটির সহ-সভাপতি সাহাদাতউল ইসলাম, উপদেষ্টা অমল বালা, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কলিমুল্লাহ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য নৃপেন বাড়ৈ, পটিবাড়ী মৎস্য প্রকল্পের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার মন্ডল, স্থানীয় জাকির হোসেন, বিপুল কুমার মন্ডল, প্রবীণ মন্ডল, আওয়ামীলীগ নেতা সোবাহান মিঞা, ইউপি সদস্য অমল মন্ডল, কমিটির সদস্য আবুল কালাম, ছালেক মিয়া, বিবেক মন্ডল, সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন বাচ্চু সহ অর্ধ-শতাধিক লোকজন মিলে পটিবাড়ী ১৫শত একর জমিতে মাছের ঘেড়ে বিভিন্ন প্রজাতির ৫০মন পোনা মাছ অবমুক্ত করেন।
দীর্ঘ ১৭ বছর পরে ওই বিস্তিৃর্ণ মৎস্য ঘেরটি উন্মুক্ত করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য অমল মন্ডল বিটিসি নিউজকে জানান, মৎস্য ঘেরটি উন্মুক্ত করায় ৯নং ওয়ার্ডে প্রায় ২হাজার পরিবার স্বস্তি ফিরে পেয়েছে।
এ ব্যাপারে নিকুঞ্জ বালা পলাশ বিটিসি নিউজকে জানান, সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আঃ খালেক আজাদের ছেলে মশিউর রহমানের লোকজনরা দুপুরে মাছের পোনা ছেড়ে আসার পরে আমার এবং উজ্জ্বল কুমার মন্ডলের ব্যবসায় প্রতিষ্ঠান ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে ও নগদ অর্থ লুটে নিয়ে যায়।
মশিউর রহমান বিটিসি নিউজকে জানান, আমরা কমিটির সকল সদস্যরা মিলে নিয়ম নীতি মেনে এবং সকলের চাহিদা পূরণ করে সঠিকভাবে ঘেরে মৎস্য চাষ করে আসছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোন অনিয়ম ও দূর্নিতীর কোন অভিযোগ ওঠেনি। কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাদের নিজেদের ফায়দা হাসিল করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। এমনকী ওই ঘেরে আমরা পূর্বে লক্ষ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাছের পোনা ছেড়েছি। এর মধ্যে উজ্জল কুমার মন্ডল ও নিকুঞ্জ বালা পলাশ কয়েকজন ভাড়াটিয়ে সন্ত্রাসী নিয়ে পুনঃরায় কিছু পোনা মাছ ছেড়ে মৎস্য ঘেরটি দখলের পায়তারা চালাচ্ছে।
এ ছাড়াও আজ দুপুর ১টার দিকে আমার ফার্মের কর্মচারী জুয়েল বৈরাগী ব্রয়লার মুরগীর খাবারের পাওনা ২ লক্ষ টাকা দিয়ে বাগধা বাজারের পাঠাই, বিনয়বাজার পৌছামাত্র উজ্জল মন্ডল, নিকুঞ্জ বালা পলাশ সহ কয়েকজন সন্ত্রাসী মিলে পরিকল্পিতভাবে জুয়েল বৈরাগীর উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে, পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মমিন উদ্দিন বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বড় ধরনের সংঘর্ষ হয়নি। তবে উভয় পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.