উজিরপুরের বামরাইলে টি-১০ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের বামরাইলে সূর্য তরুন ক্রীড়া সংঘের ২২তম বছরে পদার্পন উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

আজ ২৬ জানুয়ারী শনিবার সকাল ১০টায় বামরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টূনামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী দেওয়ান তরুনদের মাদকের নেশা থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী হওয়ার জন্য শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ক্রিকেট টূনামেন্ট এর শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সূর্য তরুন ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সাখাওয়াত হোসেন, এ সময় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, বামরাইল মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ হোসেন, যুবলীগ নেতা সজিব শরীফ, বামরাইল বন্দর কমিটির সাধারন সম্পাদক মিরাজ হোসেন ফরাজী, ইউপি সদস্য আরিফ শরীফ ক্রিকেট টূর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ এনামুল হাওলাদার প্রমুখ। উদ্বোধন শেষে দিন ব্যাপী বিভিন্ন এলাকার ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শত শত উৎসুক ক্রিকেট প্রেমিরা খেলা উপভোগ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.