উজিরপুরের ধামুরায় ঘরে দূবৃর্ত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ অভিযোগ দায়ের

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ধামুরায় ঘরে পেট্রোল মোবা মেরে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত মুরগী পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের মৃত আবুল হাসেম সরদারের ছেলে নিয়ামত সরদারের রান্না ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় দূবৃত্তরা। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় ৭জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন নিয়ামত সরদার। তিনি জানান গত বুধবার আমার বসত ঘরে ৯৫ বছর বয়স্ক বৃদ্ধ মা রানু বেগম রাতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিল। পরিবারের অন্য লোকজন নতুন বাড়ীতে অবস্থান করছিলাম।

রাত সাড়ে ১১টায় জমি সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জেড় ধরে আমার ঘরের পাশে থানা রান্না ঘরে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিত ১০টি মুরগী পুড়িয়ে ফেলে। ঘরে আগুন জ্বলতে দেখে রাস্তা থেকে চলাচলকারী ইজি বাইকের ড্রাইভার রফিক সহ আরো অনেকে এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রন করতে না পাড়লে আমার বৃদ্ধ মা সহ ঘরবাড়ী পুরে ছাই হয়ে যেত। এ ঘটনায় আমার জমি সংক্রান্ত বিরোধের প্রধান প্রতিপক্ষ গিয়াস সরদার, রাকিব সরদার, ইসমাইল, টেলিফোন অফিসের স্টোর কিপার মজিবর সরদার, আল-আমিন, আলী ও সুমন সরদার এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারনা। তাই এদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।

উজিরপুর মডেল থানা এস,আই বশির আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা আরো জানান মজিবর সরদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বিভিন্ন দন্ধ সংঘাতের মূল হোতা। তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আ: রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.