উজিরপুরের কালবিলায় হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সাতলা ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম ও কালবিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির সহযোগিতায় হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে কালবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ব্যাপক আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কালবিলা গ্রাম্য সামাজিক শক্তি কমিটির সভাপতি বিমল করাতী, প্রধান শিক্ষক আসাদুল হক বাচ্চু, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের এস.টি.ও রেশমা পারভীন, এ.এম শামসুল আলম, স্থানীয় সন্তোষ বৈদ্য, কামিনী রায়, মনমোহনী, অরুপ হালদার, সাকিল আকন, মোঃ ছামাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতলা শাখা ব্যবস্থাাপক বিপ্লব চক্রবর্তী। এ সময় ১শত হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.