ঈশ্বরদীতে লক্ষাধিক নকল সিগারেট জব্দ, আটক-২

ক্রাইম (পাবনারিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে এক লাখ এগারো হাজার নকল সিগারেটসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বড়ইচড়া তেঁতুলতলা মোড়ে অভিযান চালিয়ে এ সব সিগারেট জব্দ করে।
আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলার কল্যাণপুর এলাকার মৃত আজের উদ্দিন সরকারের ছেলে ফারুক হোসেন (৩৪) ও কুষ্টিয়া দৌলতপুর আল্লার দর্গার গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৮)।
র‌্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এসময় উপজেলার বড়ইচড়া তেঁতুলতলা মোড়ের ক্লাসিক ট্যোবাকো লিমিটেড মূল ফ্যাক্টরির পাশের একটি ঘর থেকে এক লাখ এগার হাজারটি নকল সিগারেট, দুই কার্টন লেবেল ও ৩২ বান্ডিল বান্ডিরোল পাওয়া যায়।
আটকরা জানায়, পরস্পর যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরি ও কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা জাল ব্যান্ডরোল প্রস্তুত করতেন। তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.