ঈশ্বরগঞ্জে র‌্যাবের অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।
এসময় তার কাছ থেকে জাল বিমান টিকিট, জাল ভিসা ও ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার শাহজাহান উপজেলার দত্তপাড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।
র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বিটিসি নিউজকে জানান, শাহজাহান গ্রামের সাধারণ মানুষদের বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করছে। এছাড়া সে জালিয়াতির মাধ্যমে অনেককে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে মানবপাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গ্রেফতার শাহজাহানসহ এ চক্রের অন্যান্যদের ধরে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.