ঈদ উপলক্ষ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা তালেবানের

(ঈদ উপলক্ষ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা তালেবানের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তালেবানরা। আজ সোমবার (১০ মে) তালেবানরা এ ঘোষণা দেন। বুধবার অথবা বৃহস্পতিবার সকাল থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে। 
ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ওই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তালেবানরা। অর্থাৎ ঈদের আগের দিন থেকে শুরু হয়ে ঈদের পরের দিন পর্যন্ত থাকবে ওই যুদ্ধবিরতি।
উল্লেখ্য, গত শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে বোমা হামলায় ৬০ স্কুলছাত্রী নিহত হয়েছে।আহত হয়েছে আর দেড় শতাধিক ছাত্রী। ওই হামলার জন্য তালেবানকেই দায়ী করেছে আফগান সরকার। যদিও তালেবানরা তা অস্বীকার করে আসছেন।এ অবস্থায় তালেবানদের এ যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আফগান সরকারকে। (সূত্র: আরব নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.