ঈদকে সামনে রেখে : আদমদীঘি ও সান্তাহারসহ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে মাদক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঈদুল আযহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি, সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলেও মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে।

পেশাদরি মাদক কারবারিদের সাথে একশ্রেনীর নতুন মুখের মাদক ব্যবসায়ী বিশেষ দিনে অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের জন্য মদ গাঁজা হেরোইন ফেনসিডিল ইয়াবা এ্যাম্পুলসহ নানা প্রকার নেশার সামগ্রী মজুত করতে শুরু করেছে।

তবে কিছু মুল মাদক ব্যবসায়ীদের পুলিশ ও মাদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আটক করলেও তাদের সহযোগীরা নতুন কৌশলে এসব মাদক ছড়িয়ে দিচ্ছে।

সূত্র জানায়, মাদক কারবারিরা হিলি, পাঁচবিবিসহ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূলে কিনে ট্রেন কিংবা বাসযোগে সান্তাহার নিয়ে আসে।

সেখানে মজুত রেখে কিছু অংশ সান্তাহার পৌরসভা এলাকা, নওগাঁ শহরে ও আদমদীঘি সদর, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুর ও সান্তাহার ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত নতুন মুখের মাদক কারবারিদের নিকট সরবরাহ শুরু করেছে।

এতে গ্রামাঞ্চলে মাদক সেবনকারি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে যুবক সমাজ।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাঝেমধ্যে মাদক কারবারিদের গ্রেফতার করলেও তাদের সহযোগীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে।

কয়েকজন নতুন মাদক ব্যবসায়ী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, কিছু মুল মাদক ব্যবসায়ী জেলহাজতে থাকলেও মোবাইল ফোনে নতুন কৌশলে মাদক বেচাকেনা করছে বেগ পেতে হয়না। ‘এই মাদক ব্যবসার সাথে পুরুষের পাশাপাশি নারীরাও জড়িয়ে রয়েছে বলে তারা জানায়।

এদিকে ঈদুল আযহাকে সামনে রেখে সান্তাহার পৌর এলাকাসহ গ্রামাঞ্চলে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আইনপ্রয়োগকারি সংস্থা মাঝে মধ্যে কিছু মাদক কারবরিদের আটক করলেও অনেককে সেবনকারি হিসাবে আদালতে প্রেরন করার ঘটনাও ঘটছে।

তবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মাদকের সাথে কোন আপোষ নেই, মাদককারবারিদের আটক করতে সাঁড়াশি অভিযান চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.