ইসির কাছে সময় চাইবে আ. লীগ: কাদের

 

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার জোটগত নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে সময় চাইবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সকালে মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।

ঐক্যফ্রন্টসহ অন্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ তাদের স্বাগত জানায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে, শনিবার সকাল দশটা থেকে ধানমন্ডির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। তবে সকাল সাতটা থেকেই কার্যালয়ে এসে জড়ো হন সারা দেশ থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা। তাদের সঙ্গে রয়েছেন অনেক নেতা-কর্মী। আটটি বুথ থেকে দেয়া হচ্ছে আট সাংগঠনিক বিভাগের প্রতিটি আসনের মনোনয়নপত্র।

এছাড়া, আজ থেকে দলের দপ্তর বিভাগে নেয়া হচ্ছে মনোনয়নপত্র জমা। গতকাল প্রথম দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৭০০টি। এবার মনোনয়নপত্রের দাম ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.