ইসলামপুরে যমুনার চরে অগ্নিকান্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুর দূর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কাসারী ডোবা গ্রামে অগ্নিকান্ডে ৩টি বসত ঘর সহ  ঘরে থাকা শুকনা মরিচ, স্যালোমেশিন, ধান আসবাবপত্র ভস্মিভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (১৩ মার্চ) বিকালে গোয়াল ঘর আগুন থেকে  অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দিনমজুর শাহালী, শাহীন ও লিটনের ৩টি বসতঘর ভস্মিভূত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শাহালীর স্ত্রী গোয়াল ঘরে মশা তাড়নার জন্য ধোয়া দিয়ে মরিচ উঠানোর জন্য চলে যায় । সেই ধোয়া থেকে মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে কলাগাছ ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সাপধরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বিটিসি নিউজকে জানান- অগ্নিকান্ডে বসতঘর,ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য প্রশাসনের সুদৃস্টি কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.