ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শনিবার ইসলামপুর ফকিরপাড়া পাইলিংঘাটে এই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে প্রবীর কর্মকার,অমল ও ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সামছুল হক অভিযোগ করে বলেন, শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন” অমান্য করে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রির ফলে সেতুর ক্ষতিসহ নদের তীরে বসতবাড়ী ও জেগে উঠা ফসলী জমি ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।
ফলে এলাকাবাসী জরুরী ভিত্তিতে প্রশাসনের নিকট নদ থেকে অবৈধ ড্রেজারে খণিজ সম্পদ বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.