BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে পোল্ট্রি খামারীদের লোকসানের ধাক্কা ঝুঁকছেন অন্য পেশায়!

ইসলামপুরে পোল্ট্রি খামারীদের লোকসানের ধাক্কা ঝুঁকছেন অন্য পেশায়!

জামালপুর প্রতিনিধি: পোল্ট্রি শিল্পে লেয়ার মুরগির খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি ও ডিমের দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে খামারীরা। কম দামে ডিম বিক্রির বাধ্যবাধকতায় টানা লোকসান ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে একের পর এক বন্ধ হচ্ছে খামার, ঝুঁকছেন অন্য পেশায়।

জানাগেছে, জামালপুরের ইসলামপুর উপজেলায় ১শত ৫০টি খামার রয়েছে। অধিকাংশ খামারীরাই খাদ্যের দোকানে বাকী, ব্যাংক লোনের জ্বালায় দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম ও বিনিয়োগ সবই ঝুঁকির মুখে পরায় ব্যবসা বাদ দিতে বাধ্য হচ্ছে। বর্তমানে ৫০ কেজি লেয়ার খাদ্যের দাম ২ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে প্রতি পিস ডিম ৮ টাকা ৫০ পয়সায় বিক্রি করেও ১ থেকে ১.৫ টাকা লোকসান দিতে হচ্ছে।

ডিমের বাজার ধসে পড়ায় অনেক খামারি একসঙ্গে তাদের রিজেক্ট (বাতিল) মুরগি বিক্রি করছেন। এতে রিজেক্ট মুরগির দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একটি এক হাজার লেয়ার ক্ষমতাসম্পন্ন খামারে, ডিম উৎপাদন শুরু হওয়া পর্যন্ত, খাদ্য ও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৮-৯ লাখ টাকা ব্যয় হয়। কিন্তু উৎপাদন শেষে রিজেক্ট মুরগি বিক্রি করে খামারিরা মাত্র চার লাখ টাকা পাচ্ছেন। অর্থাৎ অর্ধেকই লোকসানে হচ্ছে।

কাছিমা গ্রামের সফল উদ্যোক্তা খামারী মমতা বেগম বলেন, এইভাবে লস দিয়ে আর ব্যবসা চালানো সম্ভব হচ্ছেনা। রিজেক্ট মুরগি বিক্রি করে অন্য ব্যবসায় যাওয়ার চিন্তা করছি।

বোয়ালমারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জুনাইন সাইয়ারা পোল্ট্রি ফার্ম এর স্বত্বাধিকারী আজিজুর রহমান বিএসসি জানান, ব্যাংক লোন নিয়ে ফার্ম করেছি। কিন্তু এখন এমন লোকসান যে কিস্তি শোধ করাও কঠিন হয়ে পড়েছে।

খামার ব্যবসায়ী ফিরোজ খান লোহানী বলেন, শীতকালীন সবজি বাজারে বেশি আমদানী হওয়ায় রমজান পর্যন্ত ডিমের দাম আরও কমতে পারে। কাজী ফার্মের ডিলার সোহেল মিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে খামারগুলো বন্ধ হতে থাকলে আগামী বছরের জুন মাস থেকে ডিমের দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তখন দেশে ডিম সংকটও দেখা দিতে পারে।

ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম বলেন, ডিমের মূল্যহ্রাস ও খামারিদের সংকট সম্পর্কে অধিদপ্তর অবগত আছে। সরকার খাদ্যের দাম কমাতে কাজ করছে। এতে খামারিদের লোকসান আংশিক হলেও কমবে।

স্থানীয় খামারিরা বলেন, সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন রা করলে ইসলামপুরে লেয়ার পোল্ট্রি শিল্প পুরোপুরি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু শাবানা মাহমুদ কি হতে চলেছেন ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী? রাজশাহী নগরীতে নিজ শয়ন কক্ষ থেকে এক ব্যক্তির পঁচা লাশ উদ্ধার ভৃমিকম্পে রাবির শেরে বাংলা হল হেলে পড়ার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিরাপত্তার দাবি ইসলামপুরে পোল্ট্রি খামারীদের লোকসানের ধাক্কা ঝুঁকছেন অন্য পেশায়! সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ জাপানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭০টিরও বেশি ভবন ধ্বংস জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ আগুন, আলোচনা ব্যাহত ইরানের পরমাণু ইস্যু নিয়ে যা বলল রাশিয়া গাজায় ফ্রন্টলাইন আরও ভেতরে সরিয়েছে ইসরাইল