ইসলামপুরে চিল্লায় থাকা অবস্থায় মামলা জমি বেদখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পচাবহলা মধ্যপাড়া গ্রামে আবু তালেব শেখ চিল্লায় থাকা অবস্থায় প্রতিপক্ষরা মামলা দিয়ে হয়রানীসহ বাড়ি নির্মাণ কাজে বাঁধা, বসতভিটাসহ ক্রয়কৃত সম্পতি জোরপূর্বক বেদখলের পায়তারা ও প্রাণ নামের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
রবিবার নিজ এলাকা ইসলামপুর সদর ইউনিয়নে পচাবহলা তিন রাস্তা মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী পরিবারের পক্ষে মমিনুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানান, “আমার বাবা আবু তালেব শেখ চিল্লায় (জামায়াত) থাকাঅবস্থায় আমাদের পরিবারে বিরুদ্ধে প্রতিপক্ষ জিয়াউল হক গন্ড, বিল্লাল শেখ, দুলাল মন্ডল, রাজা মিয়া, রাজ্জাক মন্ডল, রিনা বেগম গংরা পূর্বশত্রুরা জের ধরে মামলা দিয়ে হয়রানীসহ বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দিয়ে বসত ভিটাসহ ক্রয়কৃত সম্পতি জোরপূর্বক বেদখলের পায়তারা ও প্রাণ নামের হুমকি দিচ্ছে।
চরম নিরাপত্তাহীনতায় কথা উল্লেখ করে তিনি বলেন- ভাঙ্গা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে কোনমতে জীবনধারণ করছি। বারবার আক্রমন করাসহ নিরাপত্তাহীনতায় আমার পরিবার।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.