BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরের শসায় বাম্পার ফলনে কৃষকের মূখে ফুটেছে হাসি

ইসলামপুরের শসায় বাম্পার ফলনে কৃষকের মূখে ফুটেছে হাসি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে এবার শসার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি মৌসুমে উৎপাদন বেড়ে যাওয়ায় ইসলামপুরের শসা এখন আর স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত সরবরাহ হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় রবি মৌসুমে ২শত ২০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। হেক্টর প্রতি কাঙ্খিত গড় ফলন ৩৫ টন ধরে এই মৌসুমে প্রায় ৯ হাজার টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে শসার বাম্পার ফলন লক্ষ করা গেছে।

চর পুটিমারী ইউনিয়নের কৃষক আবুল আলী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে। মাঠ থেকে প্রতি কেজি শসা ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছরের তুলনায় ৮-১০ টাকা বেশি।

ওই ইউনিয়নের সাজেলের চর বাজারের ব্যবসায়ী মাওলানা হযরত আলী মিলন জানান,এখানে শসার বড় বাজার গড়ে ওঠায় লেনদেন আগের তুলনায় অনেক বেড়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

স্থানীয় শসা ব্যবসায়ী আশরাফ মোল্লা ও শাহিন মিয়া জানান, আগে আমরা শুধু স্থানীয় বাজারে বিক্রি করতাম। এখন কৃষকদের কাছ থেকে শসা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছি। এতে কৃষক সহ আমরা লাভের মুখ দেখছি পাশাপশি বেকারদের জন্য কর্মসংস্থানও তৈরি হয়েছে।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, খরিফ-২ মৌসুমে প্রায় ৩০ হেক্টর জমিতে শসা আবাদ হয়েছে। হেক্টর প্রতি প্রায় ৩০-৩৫ টন ফলন উৎপাদন হয়েছে। রবি মৌসুমে ২শত ২০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। হেক্টর প্রতি কাঙ্খিত গড় ফলন ৩৫ টন ধরে এই মৌসুমে প্রায় ৯ হাজার টন শসা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলন বৃদ্ধির কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামপুরের শসার উল্লেখযোগ্য যোগান তৈরি হয়েছে।

কৃষকেরা বলছেন, পরিবহন সুবিধা বৃদ্ধি ও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে শসা বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রঙিন ব্যালটে হবে গণভোট, থাকছে পোস্টাল ভোটের সুযোগ ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে, তদন্ত প্রতিবেদন জমা তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট রাজাশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) কর্তৃক ভারতীয় সামগ্রী আটক রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাগেরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন “সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের” রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার