ইসরায়েলে যেতে রাজি না হওয়ায় পাইলট বহিষ্কার

(ইসরায়েলে যেতে রাজি না হওয়ায় পাইলট বহিষ্কার)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে যেতে রাজি না হওয়ায় আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের একজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে। মোনিম সাহেব তাবা নামের ঐ পাইলট নিজেই ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকে মোনিম লেখেন, ঈশ্বর আমার দেখভাল করেন। আমার কোনো আফসোস নেই।
এদিকে পাইলটের বহিষ্কারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন অনেকে।
আরব আমিরাতের সঙ্গে চুক্তির মাধ্যমেই সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুরু করে ইসরায়েল। ইতোমধ্যে মুসলিম দেশগুলোর মধ্যে বাহরাইন,সুদান এবং মরক্কোর সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.