ইসরায়েলের হামলা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায়

বিটিসি নিউজ ডেস্ক: বুধবার দিবাগত মধ্যরাতের পর ইসরায়েল অভিযোগ করেছিল ইসরায়েল অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে ইরান ২০টি রকেট ছোঁড়ে। তবে সে হামলায় একটি গোলানও ক্ষতিগ্রস্ত হয়নি৷ এর মধ্যে চারটি রকেট আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী৷ ইরানের হামলার জবাবে সিরিয়ায় থাকা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়।
‘ইরানের হামলার জবাবে’ গতরাতে সিরিয়ায় থাকা ‘ইরানের প্রায় সব কাঠামো’-য় বুধবার রাতেআঘাত হেনেছে ইসরায়েল এমনটি দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান। বৃহস্পতিবার এমন দাবি করে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘তাদের মনে রাখতে হবে, যদি তারা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে, আমরা তাদের উপর ঝড় বইয়ে দিব৷”
এদিকে,  বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে৷ তিনি আজ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। সূত্র : বিবিসি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.