ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সিরিয়া

(ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল সিরিয়া–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবী করেছে সিরিয়া। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয় বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
গতকাল মঙ্গলবার (০৮ জুন) রাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার ওপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে। রাত সাড়ে ১১টার দিকে শত্রুরা সিরিয়ার রাজধানী দামেস্কে ওপর আগ্রাসন চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বেশিরভাগই ভূপাতিত করে। ইসরায়েলি আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পদের ক্ষয়ক্ষতির ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ৫ মে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রায় এক মাস পর এই প্রথম ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালাল। (সূত্র: পার্স টুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.