ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ফিলিস্তিনি নার্স : সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে

 

বিটিসি নিউজ ডেস্ক: দক্ষিণ গাজা শহরের খান ইউনিসের কাছে আহতদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় ফিলিস্তিনি নার্স রাজান আল নাজার। ইসরায়েল এ ঘটনাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছে। এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্তে পাওয়া যায় যে, একটি ছোট গুলি তার গায়ে লাগে। ইচ্ছাকৃতভাবে বা সরাসরি তার দিকে লক্ষ্য করে করা হয়নি। ইসরায়েল সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, তদন্ত এখনও চলছে। সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মেডিকেল টিমের সদস্য রাজান আল নাজারকে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে গুলি করেছে।

গাজার স্বাস্থ্য বিভাগ ৩০ শে মার্চ থেকে ইসরায়েলি সেনাদের হামলায় গত শুক্রবার পযর্ন্ত ১২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.