‘ইসরায়েলি অপরাধ চলতে থাকলে মুসলিমদের কেউ থামাতে পারবে না’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি অপরাধ অব্যাহত থাকলে মুসলিম ও প্রতিরোধ বাহিনীকে কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবের প্রধান আয়াতুল্লাহিল উজমা খামেনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টোবর) একদল ইরানি শীর্ষ বৈজ্ঞানিকের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে মুসলিম দেশগুলো ক্ষুব্ধ।
তিনি বলেন, এসব অপরাধ চলতে থাকলে মুসলিম ও প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে। কেউ মুসলিমদের থামাতে পারবে না। ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা যে কলঙ্কজনক ব্যর্থতার সম্মুখীন হয়েছে, তা পুষিয়ে নিতে পারবে না।
আয়াতুল্লাহিল উজমা খামেনি আরও বলেন, ইসরায়েলে কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে? দখলদার ইসরায়েলি সরকার শতগুণ বেশি বেসামরিক নাগরিককে হত্যা করছে। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ ও যুবক।
আয়াতুল্লাহ খামেনি আরও উল্লেখ করেছেন, আজ গাজার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে। কেউ ক্ষুধার্ত, কেউ বোমাবর্ষণের শিকার। শত শত মানুষ শহীদ হচ্ছেন। জ্ঞানীদের অবশ্যই সত্যকে চিনতে এবং সত্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.