ইসরাইলি বাহিনী’র গুলিতে প্রাণ ঝরল ফিলিস্তিনি কিশোর’র

(ইসরাইলি বাহিনী’র গুলিতে প্রাণ ঝরল ফিলিস্তিনি কিশোর’র–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে আবারো ইসরাইলি বাহিনীর হামলায় এক নিরস্ত্র ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, খালেদ নোফাল নামের ওই কিশোরকে শুক্রবার সকালে গুলি করে হত্যা করা হয়। নিহত ফিলিস্তিনির মরদেহ এখনো ইসরাইলি বাহিনীর কাছে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনাদোলু তাদরে খবরে জানিয়েছে, পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতির কাছাকাছি তার মৃতদেহ পড়ে থাকে। ইসরাইলি সেনাদের ওই জায়গায় তল্লাশি চালাতে দেখা যায়। নিহত ফিলিস্তিনির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পশ্চিম তীরে ৫ লাখ ইহুদি অবৈধভাবে বসবাস করে। দিনের পর দিন ফিলিস্তিনিদের ভূমি দখল করে দখলদারিত্ব চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। এর প্রতিবাদ করতে গেলেই দমন-পীড়নের স্বীকার হতে হয় ফিলিস্তিনিদের। এমনকি তাদের ওপর গুলি চালাতেও দ্বিধা করে না ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। (সূত্র: আনাদোলু এজেন্সি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.