ইরানে ভয়াবহ বন্যায় নিহত-৮, নিখোঁজ-২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মৃতদের ৫ জন ইরানের ফারস প্রদেশের। বন্যার পানিতে তলিয়ে গেছে কৃষিজমি, ঘরবাড়ি ও অবকাঠামো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশকিছু অঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজারের বেশি মানুষকে। বিপদগ্রস্তদের সহায়তায় কাজ করছে বিভিন্ন সংস্থা।
বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি। দেশটিতে আরও কয়েক দিন বৃষ্টিপাত ও খারাপ আবহওয়া স্থায়ী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.