ইরানের হামলার মধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধ নিয়ে যা জানাল মোসাদ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। এ পর্যন্ত তিনশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল।
হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ চলাকালেই তেহরানের হামলা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। হামাসের সঙ্গে যুদ্ধ ইসরাইল অব্যাহত রেখেই ইরানের সঙ্গে লড়বে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে।
তবে তেলআবিব জানিয়েছে, তারা গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে। খবর জিও নিউজের।
ইসরাইলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদ রোববার গাজায় যুদ্ধবিরতির দরকষাকষি নিয়ে এক বিবৃতি দিয়েছে।এতে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরাইল। যুদ্ধ পূর্ণ গতিতে চলবে।
মোসাদের ভাষ্য, হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে যুদ্ধ অব্যাহত রাখবে ইসরাইল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.