ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (২৬ আগস্ট) জি-৭ সম্মেলন চলাকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন বলেন, মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠককে তিনি সহজ করে দিয়েছেন। ম্যাঁক্রোর আমন্ত্রণে রবিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বিয়ারিটসে এ সম্মেলনের ফাঁকে অনির্ধারিত ও নাটকীয় উপস্থিতির পর এমন ঘোষণা এসেছে।

ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘ব্যাপক কূটনীতি ও পরামর্শের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসান রুহানি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পরিস্থিতি তৈরি করা হয়েছে। যদি পরিস্থিতি নির্ভুল হয়, তবে নিশ্চিতভাবে তাতে আমি একমত বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী যে, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিও বৈঠকের অনুকূলে থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি তিনি রুহানি বসতে চাচ্ছেন। ইরান পরিস্থিতিকে সহজ করতে চাচ্ছে।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়টি রুহানিও গ্রহণ করেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে জারিফের বিয়ারিটস সফর নিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের স্বার্থে আমরা যেকোনো উপায় কাজে লাগাতে পারি।

ইরানকে কিছুটা ছাড় দিতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বিশেষ করে চীন ও ভারতের কাছে তেল বিক্রিতে এ সুবিধা চেয়েছেন তিনি। এতে ইরানের রফতানিতে নতুন অর্থনৈতিক সম্ভাব্যতা তৈরি হবে।

বিনিময়ে ইরান ২০১৫ সালের চুক্তিতে ফিরে যাবে। জি-৭ সম্মেলনে ইরান বিষয়ে মন্তব্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, এটি একটি বড় পদক্ষেপ। এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে আলোচনাকে স্বাগত জানানো যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.