ইরানের দিকে নজর ইসরায়েলের, ৯২৮ মিলিয়ন ডলারে কেনা হচ্ছে ট্যাংকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইসরায়েল তাদের বিমান বাহিনীর জন্য চারটি বোয়িং কো কেসি-৪৬এ রিফুয়েলিং ট্যাংকার কিনছে। এ গুলো কিনতে খরচ হবে ৯২৮ মিলিয়ন ডলার।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।
ইসরায়েল সরকার এবং মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার বলেছে, নতুন এই বিমানগুলো ২০২৫ সালের দিকে হাতে পাবে ইসরাইল। এগুলো ইসরায়েলি এয়ার ফোর্সের অর্ধশতাব্দি পুরনো রিইম বোয়িং ৭০৭ ট্যাংকারের জায়গা দখল করবে।
চুক্তির আওতায়, ট্যাংকারের রক্ষণাবেক্ষণ এবং মেরামত, রসদ এবং খুচরা জিনিসসহ অন্যান্য সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিমানগুলো অভিজ্ঞ বোয়িং ৭৬৭ ওয়াইডবডি বিমানের ওপর ভিত্তি করে সিয়াটলে কোম্পানি নির্মাণ করবে বলে জানা গেছে।
ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক কমান্ডার ও বোয়িং ইসরায়েলের সভাপতি ইডো নেহুশতান জানান, এই চুক্তিটি মার্কিন-ইসরায়েল জোটকে আরও শক্তিশালী করবে এবং বোয়িংয়ের সঙ্গে ইসরায়েলি বিমানবাহিনীর কয়েক দশকের দীর্ঘ সম্পর্ক আরও অটুট করবে।
তিনি আরও বলেন, এই কেসি-৪৬ জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইসরায়েলের চলমান প্রচেষ্টা ত্বরান্বিত করবে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.