ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। রোববার (২১ এপ্রিল) ইরাকের জুম্মার শহর থেকে এই রকেট ছোড়া হয়।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটরের পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ইরাক ভূখণ্ড থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।
রয়টার্স ও দ্য গার্ডিয়ানের তথ্যমতে, ইরাক থেকে ছোড়া রকেটগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে নাকি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের এই হামলার প্রতিশোধ নিতে ১৯ এপ্রিল ভোরে হামলা চালায় ইসরায়েল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.