ইরাকের কারবালা নগরীতে ইরানি কনস্যুলেটে হামলা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে মাসব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কারবালা নগরীতে ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, বিক্ষোভকারীদের সঙ্গে মিশে একদল দুর্বৃত্ত গতকাল রবিবার (৩ নভেম্বর) রাতে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে ইরাকের নিরাপত্তা বাহিনী।

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই কূটনৈতিক মিশনের চারপাশে চার ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনায় বহুবার হামলা চালিয়েছে।

এছাড়া সেদেশের গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইরাকে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করার লক্ষ্যে সুগভীর পরিকল্পনার আওতায় এ ধরনের হামলা চালানো হচ্ছে।

ইরাকের অর্থনৈতিক দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে। গত কয়েকদিনে এ বিক্ষোভ সহিংস আকার নিয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.