ইয়েমেনের ড্রোন ভূপাতিত করল ফ্রান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে ইয়েমেনের ছোড়া দুটি মানবহীন ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্স। আজ রবিবার ফ্রান্সের নৌ বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
ফান্সের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘৯ ডিসেম্বর নৌ বাহিনীর যুদ্ধজাহাজ ইয়েমেনের উপকূল থেকে আসা দুটি উড়ন্ত ড্রোন ভূপাতিত করেছে। প্যারিসের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টায় একটি ড্রোন এবং আরেকটি রাত সাড়ে ১১টায় ভূপাতিত করা হয়েছে।’
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা ঘোষণা দিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারা হামলা চালিয়ে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা জোরদারের জন্য পূর্ব ভূমধ্যসাগরে ইতিমধ্যে দুটি রণতরী পাঠিয়েছে।
টানা দুই মাসের বেশি সময় ধরে গাজায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৮ হাজার ৭৮০ জন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা বলেছেন, ‘গত কয়েক ঘণ্টায় ২১০ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন দুই হাজার ৩০০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে।’
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে হামলা চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আহত তিন হাজারের বেশি। এ ছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এর পরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তবে গত ২৪ নভেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো তিন দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়। এটি দুই ধাপে আরও চার দিন বাড়ানো হয়। তবে ১ ডিসেম্বর থেকে ফের ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.