ইতালিকে ছাড়িয়ে করোনা মৃত্যুতে তৃতীয় স্থানে ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালিকে ছাড়িয়ে করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে তৃতীয় স্থানে এখন ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা ভাইরাসে নতুন করে মারা গেছেন ১ হাজার ৪৭৩ জন।

ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লক্ষ ১৫ হাজার ৮৭০ জন। এদিকে এমন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট জাইর বলসোনারো একটি ফেসবুক লাইভে বলছেন যে করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেগুল মানুষের মৃত্যুর চেয়ে আরও বেশী ক্ষতিকর হবে ব্রাজিলের জন্য। ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা সংক্রমণের শুরু থেকেই লকডাউন তুলে দেয়ার পক্ষে ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.