ইউরোপীয়দের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমায় দীর্ঘ ৩ মাস পর ইউরোপীয়দের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন। আজ সোমবার (২২ জুন) থেকে জরুরী অবস্থাও প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

সীমান্ত খুলে দেওয়ায় ইউরোপের সব দেশ প্রবেশাধিকার পেলেও আপাতত পর্তুগালকে এই সুযোগ দেওয়া হয়নি। তবে ব্রিটিশ পর্যটকদের ভ্রমণ সহজ করেছে স্পেন সরকার।

এমনকি কোয়ারেন্টিনে না থেকেই ব্রিটিশরা স্পেনে ভ্রমণ করতে পারবে বলে সরকারী এক বিবৃতিতে বলা হয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরনছা গোনজালেজ লায়া এসব তথ্য নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রিটিশ পর্যটকদের জন্য স্পেন তাদের দরজা খুলে দিয়েছে। গতকাল রবিবার (২১ জুন) থেকে এটি কার্যকর করা হয়েছে। ব্রিটিশদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। আগামী ১লা জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর মতো ব্রিটেনের নাগরিকদেরকেও স্বাধীনভাবে স্পেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তাদেরও কোনো কোয়ারেন্টিনের দরকার হবে না।’

গোনজালেজ লায়া নিজ দেশের স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ব্রিটিশরা ভ্রমণে আসলে ইউরোপিয়ানদের মতো তিনটি ধাপে তাদের প্রবেশ করতে দেওয়া হবে। প্রথমটি হচ্ছে তাদের জন্মগত যাচাই-বাছাই, দ্বিতীয়টি তাদের তাপমাত্রা পরীক্ষা এবং তৃতীয়টি তাদের যোগাযোগ নম্বর নেওয়া হবে। তারা যেখানেই যাবেন না কেন, যোগযোগ নম্বরের মাধ্যমে তাদের ট্র্যাক করা হবে। আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে চাই।’

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে না থাকতে হলেও জনসমাগম বেশি এমন এলাকায় তাদের মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ববিধিও মেনে চলতে হবে।

স্পেনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৩২২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ৩৫২ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.