ইউনিসেফ জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের ফল সিরাজগঞ্জ নারী দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত ইউনিসেফ জেএফএ অনুর্ধ-১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়ন শীপের খেলা আজ বুধবার ফাইনালে সফররত সিরাজগঞ্জ জেলা নারী দল ৩-০ পড়ভপঠ নওগাঁ জেলা  নারী দলকে হারিয়ে আঞ্চলিক পরবে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দলের পক্ষে তানজিলা ১টি ও মৌসুমী ২টি গোল করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তাক হোসেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবীর সভাপুতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব লীগের সভাপতি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ রমজান আলী ও যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) রাসেল জামান।
এ সময় কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ বাফুফে প্রতিনিধি ও অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.