বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লীগ রাজশাহীর টার্গেট ২৮৩ রান

নিজস্ব প্রতিবেদক: শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আজ বুধবার (২৪ মার্চ) বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লীগের খেলায় চট্রগাম ডিভিশন আগের দিনের গড়া ৪৩ রান নিয়ে খেলতে নেমে ২য় ইনিংশে ৫০.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৭রান সংগ্রহ করে ২৮৩ রানের টার্গেট দেয় রাজশাহীকে।
চট্রগামের শাহাদত হোসেন ৭১ বল খেলে ১৯ রান করেন। ইরফান সুকুর রাজশাহীর তাইজুলের করা ৮০ বলে ৬৫ রান সংগ্রহ করে। ইফরান হোসেন ১৪ বল খেলে ৩ রান নিয়ে ফিরে। হাসান মুরাদ ও নোমান জিরো রানে ফিরে।
রাজশাহীর ফরহাদ রেজহা ৩৭, তাইজুল ইসলাম ৪৮ ও সফিকুল ইসলাম ৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রাজশাহী ডিভিশন ২য় ইনিংশে ব্যাট করতে নেমে ৫৩ ওভার খেলে ৫ উইকেটে দিন শেষে সংগ্রহ ১৪৭ রান।
রাজশাহীর তানজিদ হোসেন ১৯ বলে ২৮,জহুরুল ৩৩ বলে ২৩, জুনায়েদ সিদ্দিকী ১২৬ বলে ৬১ রান নিয়ে অপরাজিত থাকে। এছাড়াও তোহিদ রিদয় ৩৫ বলে ২৩ রান, সাব্বির হোসেন ১৩ বল খেলে জিরো রানে ফিরে। চট্রগামের ইফরান হোসেন ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়াও মেহেদী, ইয়াসির আলী ও হাসান মুরাদ ১টি করে উইকেট নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.