ইউক্রেন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্র ‘নিবিড় আলোচনা চালিয়ে যাবে’: বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউক্রেনে চলতে থাকা ‘নৃশংস ও অন্যায়’ সংঘাত নিয়ে আলোচনা করবেন।
আজ মঙ্গলবার (২৪ মে) এই আলোচনা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে এখন পর্যন্ত অনিচ্ছা প্রকাশ করে আসছেন ভারতের প্রধানমন্ত্রী।
টোকিওতে চলকে থাকা কোয়াড সম্মেলনের পার্শ্ববৈঠকে মিলিত হচ্ছেন বাইডেন ও মোদি। এই সম্মেলনে জাপান ও অস্ট্রেলিয়ার নেতারাও যোগ দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব ‘পুরো পৃথিবীর শৃঙ্খলার’ ওপর পড়েছে। তিনি বলেন, ‘এসব নেতিবাচক প্রভাব প্রশমিত করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।’
বাইডেন বলেন, ‘এখানে অনেক কিছু আছে যা আমাদের উভয় দেশ একসঙ্গে করতে পারে এবং করবে। এছাড়া মার্কিন-ভারত অংশীদারিত্ব পৃথিবীর সবচেয়ে নিবিড় সম্পর্ক করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
চার দেশের জোট কোয়াডের একমাত্র দেশ হিসেবে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রুশ পদক্ষেপের নিন্দা জানায়নি কিংবা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।
পরে রাখা বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন কোয়াডের বৈঠক ‘খুবই ইতিবাচক এবং গঠনমূলক।’ মার্কিন-ভারত অংশীদারিত্বকে ‘বিশ্বাসের অংশীদারিত্ব’ আখ্যা দিয়ে মোদি বলেন, এই সম্পর্ক বিশ্বের শুভ শক্তি। তবে তার বক্তব্যের কোথাও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.