ইউক্রেনে বিপর্যয়ে নতুন জেনারেল নিয়োগ দিলো রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর একের পর এক ব্যর্থতার মধ্যে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের জন্য কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে পুতিন প্রশাসন।
শনিবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুতে জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই কমান্ডারের নিয়োগের খবর এলো। তবে কী কারণে হঠাৎ পরিবর্তন আনা হলো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি মস্কো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগকৃত জেনারেল সের্গেই সুরোভিকিন নব্বইয়ের দশকে তাজিকিস্তান, চেচনিয়াসহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।
ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনীর ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ সামরিক বাহিনী। ফলে ইউক্রেনে যুদ্ধের কৌশলেও পরিবর্তন আনছেন পুতিন। ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রুশ বাহিনী। যদিও এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভ। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.