ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ও উত্তর ইউক্রেনের সামরিক স্থাপনায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানান।
শনিবার (২৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক ভিডিও বার্তায় গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলে ইয়াভরিভ ঘাঁটিতে কৃষ্ণ সাগর থেকে ৬ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া উত্তর ইউক্রেনের ঝিতমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেছকো বলেন, সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয়েছে। জিতমির শহরের খুব কাছে এক সামরিক স্থাপনায় প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।
চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস বলেছেন, ইউক্রেনের পদাতিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের আবাসস্থল ছোট শহর ডেসনায় হামলায় ঘটনা ঘটেছে। তবে কি দিয়ে হামলা চালানো হয়েছে তা পরিষ্কার করেননি তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.