ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে এরদোয়ানের বার্তা

(ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে এরদোয়ানের বার্তা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রাশিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইউক্রেনকে সব ধরনের সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চলছে। দনবাস এলাকাটি নিয়ন্ত্রণ করে রুশপন্থি গেরিলারা।
ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্কের লক্ষ্য হচ্ছে কৃষ্ণসাগরকে শান্তি এবং সহযোগিতার সাগর হিসেবেই রাখা।

তুর্কি নেতা আরো বলেন, “আমরা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও  সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই।  পাশাপাশি কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পুনঃএকত্রীকরণ চাই।”

এরদোয়ান সুস্পষ্ট করে বলেন, তার সরকার ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার বিষয়টি স্বীকৃার করে না। তিনি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তুরস্ক সফরে যেয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করায় বেশ চটেছে রাশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.