ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে আরও অস্ত্র সাহায্য দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে মার্কিন আইনপ্রণেতাদের একটি দল।
বিশেষ করে তুর্কি প্রতিরক্ষা সংস্থার ড্রোন সিস্টেমের ওপরে বেশি জোর দিয়েছেন তারা।
ডেইলি সাবাহর বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
ইউক্রেনকে বায়ুবাহিত হুমকি থেকে রক্ষা করতে বাইডেনের সাহায্যের ওপর জোর দিতে বলা হয় কংগ্রেসের ৪৪ সদস্যের সহস্বাক্ষরিত সেই চিঠিতে। তারা বলেন, বাইডেনের উচিত দেশটিতে অতিরিক্ত স্টিংগার ক্ষেপণাস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ান রকেট প্রতিহত করতে এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করা।
তুরস্কের বায়রাক্টার টিবি-২ নামে ড্রোনের বিষয়ে ইঙ্গিত করেন তারা। এটি মানুষবিহীন এরিয়াল সিস্টেম, যেটি বেশি দূরত্বে উড়তে সক্ষম।
এ ছাড়া রাশিয়ান নৌবহরকে উদ্দেশ্য করে জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্যও আহ্বান জানান তারা।
এদিকে অনুরোধে জ্যাভলিনের মতো অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র যেগুলো ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেগুলো উৎপাদন করে পূরণ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.